মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর (মান্দারবাড়িয়া–ভাটপাড়া) ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম হোসেন জগলুল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, মহেশপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আতিকুর জামান শিপন, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো. মহিদুল ইসলাম (মধু), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল আজিজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুর রহমান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. রুমজান আলী, দপ্তর সম্পাদক সাইফুজ্জামান সবুজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহরম আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল রহিম ও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হায়দার আলী।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।