
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসবাড়িয়া গ্রামের নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী নিজাম উদ্দিন আর নেই। দীর্ঘদিনের সংগ্রামী জীবনের অবসান ঘটিয়ে তিনি শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাটিতে ফেলে নষ্ট করে দেয়—এমন ঘটনার পর গভীর ক্ষোভ ও প্রতিবাদ থেকে নিজাম উদ্দিন ভাত খাওয়া বন্ধ করে দেন। এরপর টানা ১২ বছরেরও বেশি সময় তিনি ভাত না খেয়েই জীবনযাপন করেন বলে এলাকাবাসী জানান।
দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আদর্শের প্রতি অবিচলতা এবং ব্যক্তিগত জেদের কারণে নিজাম উদ্দিন এলাকায় এক ব্যতিক্রমী চরিত্রে পরিণত হন। নানা শারীরিক কষ্ট ও সীমাবদ্ধতার মধ্যেও তিনি রাজনৈতিক বিশ্বাস থেকে সরে যাননি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এভাবেই তিনি জীবনসংগ্রাম চালিয়ে গেছেন।
দুর্ভাগ্যজনকভাবে, কাঙ্ক্ষিত রাজনৈতিক বিজয় দেখার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই ত্যাগী কর্মী। তাঁর মৃত্যুতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।