
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা মাঠ এলাকার আইসক্রিম কাঠি ফ্যাক্টরির কাছে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহত যুবকের নাম আজাদ। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুরিপোল গ্রামের টালিখোল পাড়ার বাসিন্দা এবং রসুলের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।