
আশিকুর রহমান রাছেল, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর লবণচোরা থানার দক্ষিণ মোহাম্মদনগর সুইচগেট এলাকায় ইজি বাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মুনতাজিন খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজি বাইক তাকে ধাক্কা দেয়। এতে মুনতাজিন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লবণচোরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অতিরিক্ত গতিতে ইজি বাইক চলাচল করে এবং কোনো নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ বাড়ানোর দাবি জানিয়েছেন।